Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় জাদুঘর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ মে ২০২০

বাংলাদেশ জাতীয় জাদুঘরে আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০২০ উদ্‌যাপন।


প্রকাশন তারিখ : 2020-05-18

বাংলাদেশ জাতীয় জাদুঘরে আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০২০ উদ্‌যাপন

আজ ১৮ মে আন্তর্জাতিক জাদুঘর দিবস। আন্তর্জাতিক জাদুঘর দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে International Council of Museums (ICOM) এবছরে প্রতিপাদ্য বিষয় হিসেবে নির্বাচন করেছে Museum for Equality: Diversity and Inclusion বা 'সাম্যের জন্য জাদুঘর: বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি'। এবারের আয়োজনে জাদুঘরের ওয়েবসাইটে (www.bangladeshmuseum.gov.bd) দুটি বিশেষ ই-ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। জন্মশতবর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের স্মারক হিসেবে জাতীয় জাদুঘরে সংগৃহীত জাতির পিতার স্মৃতি নিদর্শনের আলোকচিত্র সম্বলিত একটি ক্রোড়পত্র এবং অন্য ক্রোড়পত্রে সংস্কৄতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৄতি  বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালকের শুভেচ্ছাবাণী। এছাড়াও রয়েছে জাদুঘরের মহাপরিচালকের লেখা জাদুঘর বিষয়ক প্রবন্ধ।

মূল প্রবন্ধে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব মো. শওকত আলী Museum শব্দের উৎপত্তি ও সংজ্ঞার দিকে দৃষ্টিপাত করেন। তিনি বলেন, একটি দেশের জন্য জাতীয় জাদুঘরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে একাত্ববোধ সৃষ্টি এবং স্বাধীন জাতীয় স্বত্বার প্রতীক হিসেবে জাদুঘরের রয়েছে অনন্য ভূমিকা। জাদুঘরকে সমৃদ্ধ করার লক্ষ্যে নিদর্শন সংগ্রহ এবং নিদর্শনসমূহ গ্যালারিতে উপস্থাপন বাড়াতে হবে আমাদের মনে রাখতে হবে 'A good museum is one from which you go out feeling better than you came in'. সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের কীপার (ই) জনাব নূরে নাসরিন, কীপার (সং) জনাব মো. সুলতান মাহমুদ, কীপার (জ) জনাব আসমা ফেরদৌসি এবং উপ-কীপার (ই) জনাব এ.কে.এম সাইফুজ্জামান। আলোচকগণের মূল্যবান বক্তব্যে অনুষ্ঠানটি অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের উপ-কীপার জনাব দিবাকর সিকদার।

         মহাপরিচালক মহোদয় বক্তব্য রাখছেন।