আধুনিক শিল্পকলা চর্চার প্রাণপুরুষ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে অদ্য রবিবার শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও জেলা প্রশাসন ময়মনসিংহ-এর যৌথ উদ্যোগে র্যালি, শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্রকলা প্রদর্শনী, লোকজ মেলা, লোক সংগীত এবং জয়নুলের শিল্প ও শিল্প চিন্তা শীর্ষক সেমিনার আয়োজন করা হয়েছে। এছাড়াও সকালে বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত শিল্পীর সমাধিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ ও দোয়া পাঠের মাধ্যমে শিল্পীকে সম্মান প্রদর্শন করা হয়।