বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রত্যেক কিউরেটোরিয়াল বিভাগ/শাখার নিদর্শন সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিবন্ধন ও নিদর্শন নিয়ন্ত্রণ শাখা শাখায় সংরক্ষিত থাকে। নিবন্ধন ও নিদর্শন নিয়ন্ত্রণ শাখা সংগৃহীত নিদর্শনসমূহের সংগ্রহ নম্বর প্রদান ও ডকুমেন্টসমূহ সংরক্ষণ করে। সংগৃহীত নিদর্শনের তথ্য সংগ্রহের প্রয়োজনে ইনভেন্টরি রেকর্ড রুম ব্যবহার, গ্যালারি ও স্টোরে নিদর্শন স্থানান্তর, নিদর্শন বিষয়ক প্রদর্শনী, নিদর্শন ইনভেন্টরী ও ভেরিফিকেশনের কাজে কিউরেটারিয়াল বিভাগকে সহযোগিতা প্রদান করে থাকে। জাতীয় পত্রিকার নিদর্শন প্রাপ্তি সংক্রান্ত তথ্যের পেপারকাটিং মহাপরিচালক মহোদয়কে অবগত করা হয়ে থাকে। নিদর্শন উপহারদাতাদের তালিকা হালনাগাদ তৈরি করা হয় এ শাখায়। সরকারের বিভিন্ন সংস্থা থেকে চাহিদামত নিদর্শন সংক্রান্ত তথ্য কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এ শাখা সরবরাহ করে থাকে। জাদুঘরের ম্যানুয়াল অনুযায়ী জাদুঘর ও শাখা জাদুঘরের নবনিযুক্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করার দায়িত্ব এ শাখার উপর ন্যস্ত করা আছে।