জাদুঘরের প্রতিষ্ঠালগ্ন থেকেই নিদর্শন উপস্থাপনা ও গ্যালারি ব্যবস্থাপনার কাজ করে আসছে ডিসপ্লে শাখা। জাদুঘরের কর্মপরিকল্পনার মূল ৫ টি নীতি বা প্রতিপাদ্য বিষয়ের (নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, প্রদর্শন ও নিদর্শনের নিরাপত্তা) মধ্যে “প্রদর্শন” অত্যন্ত গুরূত্ব বহন করে। জাদুঘরের সংগৃহীত নিদর্শনের প্রকাশ পায় প্রদর্শনীর মাধ্যমে। বহুবিধ নিদর্শনের ঐতিহাসিক গুরুত্ব, তার আকার আকৃতি রং এবং এর মাধ্যমগত বিষয়ের উপর নির্ভর করে উপস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। জাদুঘরের সংগৃহীত নিদর্শন উপস্থাপন করার ক্ষেত্রে সমসাময়িক ভাবনার প্রয়োগ করতে হয়। নিদর্শন ডিসপ্লের মাধ্যমে দর্শক ও গবেষকদের আকৃষ্ট করে এবং নিদর্শনের স্বকীয়তা ফুটে ওঠে। বিশ্বের যে কোন জাদুঘরের জন্য নিদর্শন উপস্থাপন/ ডিসপ্লে একটি প্রকাশনামূলক উপস্থাপন। নিদর্শন উপস্থাপনের ব্যবস্থাপনা ডিসপ্লে শাখা কর্তৃক হয়ে থাকে। জাদুঘরের বিশেষ প্রদর্শনী, বিভিন্ন জাতীয় দিবসগুলোতে সাজসজ্জা ও দেশে বিদেশে জাদুঘরের শাখা/ কর্ণার উপস্থাপনার কাজ ডিসপ্লে শাখা নিয়োজিত থাকে।