প্রকৌশল শাখা জাদুঘরের বিবিধ ভবন-০১ এর ২য় তলায় অবস্থিত। শাখাটি সচিব মহোদয় দ্বারা নিয়ন্ত্রিত। প্রকৌশল শাখা জাদুঘরের জন্মলগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত ২৪(চব্বিশ) ঘন্টা পানি, বিদ্যুৎ ও গ্যাস সেবা নিশ্চিতকরণসহ আনুষঙ্গিক সেবা প্রদান করে আসছে। এছাড়াও প্রকৌশল শাখা জাদুঘরের গ্যালারিসমূহের উন্নয়ন, আধুনিকায়ন, সংস্কার, মেরামত ও রংকরণ কাজসহ শাখা জাদুঘরের সকল অবকাঠামো কাজ বাস্তবায়ন করে থাকে। প্রকৌশল শাখা নতুন প্রকল্প প্রণয়নের নক্শা, স্ট্রাকচারাল ডিজাইনসহ প্রাক্কলণ তৈরি করণে সহায়তা প্রদান করে থাকে। শাখা জাদুঘরসহ জাদুঘরের বিভাগ ও শাখার সকল প্রকার টেন্ডার সংক্রান্ত কাজ চচজ অনুযায়ি বাস্তবায়ন করে থাকে। এছাড়াও মন্ত্রণালয় ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর/সংস্থার সাথে প্রকৌশলগত সকল কার্যক্রমে সহযোগিতা করে থাকে।