বাংলাদেশের প্রেক্ষাপটে “কাঙ্গাল হরিনাথ মজুমদার” একজন উল্লেখযোগ্য ও আলোচিত মানুষের মধ্য একজন। তার জীবন দশায় কর্মকান্ড বিজড়িত স্মৃতি ধরে রাখার একান্ত প্রয়াসে কুষ্টিয়াবাসির দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় ২০১৩ সালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাদুঘরটি উদ্ভোধন করেন। জাদুঘরটি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধিনস্থ বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়ন্ত্রণাধীন একটি শাখা জাদুঘর। কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরটি ০৯ ডিসেম্বর ২০১৭ সালে দর্শকদের জন্য উম্মুক্ত করা হয়েছে। কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরটি ২৮ শতক জমির উপর দ্বিতল বিশিষ্ট ভবন। জাদুঘরটিতে একটি গ্যালারিতে ১৭০ টি নিদর্শন আছে এবং একটি মিলনায়তন ও একটি পাঠাগার আছে।