দেশ বরণ্য শিল্পী ফরিদা জামানের ৬ দিনব্যাপী ৮ম একক চিত্রকর্ম প্রদর্শনী উদ্ধোধন করা হয়েছে আজ বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্রশালী প্রদর্শনী গ্যালারিতে । প্রদর্শনী উপলক্ষ্যে Martin Bradley রচিত একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। দেশের বরেণ্য শিল্পী মিডিয়া ব্যক্তিত্ব মোস্তফা মনোয়ার প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্ধোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অট্রেলিয়ার মান্যবর অ্যামবাসেডর জুলিয়া নিবলেট। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, চারুকলা অনুষদের ডীন, অধ্যাপক নিসার আহমেদ এবং For the love of country গ্রন্থের লেখক Martin Bradley. প্রধান অতিথি প্রদর্শনী উদ্ধোধন করে বলেন, ফরিদা জামানের শিল্পকর্মে গতানুগতিক ধারা উপজীব্য হলেও রং ও রেখার ব্যবহারের ভিন্নতার কারণে নতুন ধারা প্রবর্তিত হয়েছে। ফলে তার শিল্পকর্ম একটি নতুন ধারাকে প্রতিনিধিত্ব করে।