বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ০৭ আগস্ট ২০২২ ‘ঢাকা থেকে জাতীয় জাদুঘর: রুপান্তরের ইতিবৃত্ত’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি মহোদয়। সম্মানিত সচিব জনাব মোঃ আবুল মনসুর মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদ এর সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মোকাম্মেল এইচ ভুঁইয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রানীবিদ্যা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সচিব ও বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সদস্য জনাব উজ্জল বিকাশ দত্ত। স্বাগত ভাষণ দেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক জনাব মোঃ কামরুজ্জামান মহোদয়।