২৭ অক্টোবর ২০২১ বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘লোকসংগীত সম্রাট আব্বাসউদ্দীন আহমদ ও তাঁর শিল্পী জীবন’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ, এমপি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট লেখক, সংগীত শিল্পী, কন্ঠসৈনিক ও মুক্তিযোদ্ধা বুলবুল মহলানবীশ। প্রবন্ধের ওপর আলোচনা করেন বরেণ্য সংগীত শিল্পী ফেরদৌসী রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। আয়োজনটির সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি মহোদয়।