ঢাকা, ২৬ নভেম্বর ২০১৮। ১৩ ও ১৪ অগ্রহায়ণ ১৪২৫ (২৭ ও ২৮ নভেম্বর ২০১৮), রবীন্দ্র একাডেমি ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় রবীন্দ্র উৎসব ১৪২৫। রবীন্দ্র গবেষক ও ভাষাসৈনিক আহমদ রফিক এবং বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফাহমিদা খাতুনকে রবীন্দ্র একাডেমি সম্মাননা-১৪২৫ প্রদান করা হয়। ২৭ তারিখ বিকাল ৪টায় উৎসবের উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান পদ্মভূষণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুহাম্মাদ সামাদ।
২৮ নভেম্বর প্রধান অতিথির আসন অলংকৃত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহম্মাদ আখতারুজ্জামান। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক জবান মো. আব্দুল মান্নান ইলিয়াস। সভাপতিত্ব করেন সাবেক সচিব ও প্রধান তথ্য কমিশনার রবীন্দ্র একাডেমির সভাপতি কবি আজিজুর রহমান আজিজ।