ঢাকা, ২৬ মার্চ ২০১৯। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উদ্যাপন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজ-এর সভাপতি দেশবরেণ্য শিল্পী হাশেম খান দিনব্যাপী চলচ্চিত্র এবং আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে দেশবরেণ্য শিল্পী হাশেম খান বলেন, আজ মহান স্বাধীনতা দিবস এবং ৪৯তম জাতীয় দিবস। বাংলাদেশের মানুষের কাছে মুক্তির মন্ত্রে প্রতিজ্ঞাবদ্ধ হবার দিন। আজ একইসঙ্গে বেদনা ও আনন্দের দিন। বেদনাকে প্রতীজ্ঞায় পরিণত করে যুদ্ধের শপথ নেওয়ার দিন আজ। তিনি আরও বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে এই মহান দিনে বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজন করেছে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন এবং মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র নিয়ে বিশেষ প্রদর্শনী। মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী চলে ২৬ থেকে ৩০ মার্চ পর্যন্ত। সকাল ১১.৩০ মিনিটে মুক্তিযুদ্ধ বিষয়ক ইমপ্রেস টেলিফিল্ম নিবেদিত পিতা এবং বিকাল ৩.৩০ মিনিটে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর গেরিলা চলচ্চিত্র দুটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়াতনে প্রদর্শন করা হয়।