বাংলাদেশ জাতীয় জাদুঘরের ১০৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আজ ৭ আগস্ট ২০২০ জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজ সভাকক্ষে বিকাল ৪টায় অনলাইনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মো. বদরুল আরেফীন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোকলোরবিদ এবং বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক শামসুজ্জামান খান এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জনাব মফিদুল হক। এছাড়াও জুমের মাধ্যমে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী, সাংবাদিক মিনার মনসুর, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক মাহফুজা খানম। বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইতিহাসবিদ অধ্যাপক সোনিয়া নিশাত আমিন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো. হান্নান মিয়া, রবীন্দ্র বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডীন অধ্যাপক নিসার হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম শাহনেওয়াজ এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক জনাব আবুবকর সিদ্দিক। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি।