জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর ৫৮তম শুভ জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর `শেখ রাসেলের গল্প’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করেছে।
প্রকাশন তারিখ
: 2021-10-25
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর ৫৮তম শুভ জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর `শেখ রাসেলের গল্প’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করেছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আবুল মনসুর। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মুক্তিযুদ্ধ গবেষক ও প্রাবন্ধিক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. জেবউননেছা। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সেমিনারটি সঞ্চালনা করবেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি।