Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় জাদুঘর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ ডিসেম্বর ২০২০

১৪ ডিসেম্বর ২০২০ তারিখ মুজিববর্ষ ২০২০ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর ওপর বিশেষজ্ঞ বক্তৃতা ও সেমিনার অনুষ্ঠিত হয়।


প্রকাশন তারিখ : 2020-12-14

১৪ ডিসেম্বর ২০২০ তারিখ মুজিববর্ষ ২০২০ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর ওপর বিশেষজ্ঞ বক্তৃতা ও সেমিনার অনুষ্ঠিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তনে বঙ্গবন্ধুর ওপর বিশেষজ্ঞ বক্তৃতা আয়োজন করা হয়। বিশেষজ্ঞ বক্তৃতা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি এর পরিচালক ও ইউজিসি অধ্যাপক ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সঞ্চালনা করবেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি।   

বিশেষজ্ঞ বক্তৃতায় অধ্যাপক ড. ফকরুল আলম, বঙ্গবন্ধু কারাগারে থাকার সময় রচিত অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়াচীন- এই তিনটি বই নিয়ে আলোচনা করেন। তিনি বলেন বঙ্গবন্ধুর রচিত এই তিনটি বই অত্যান্ত সুখপাঠ্য ও তথ্যসমৃদ্ধ। তঁরা লেখা বইগুলো নিঃসন্দেহে একটি সময়ের দলিল। বইগুলতে যেমন বঙ্গবন্ধুর চিন্তার মগ্নতা গভীরভাবে রূপায়িত হয়েছে, তেমনি তাঁর রাজনৈতিক জীবনকে চমৎকারভাবে তুলে ধরেছেন।