বাংলাদেশ জাতীয় জাদুঘর ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে কবি সুফিয়া কামাল মিলনায়তনে স্থপতি ও কবি রবিউল হুসাইনের ৮০ তম জন্মদিন উপলক্ষ্যে ‘রবিউল হুসাইনের কবিতায় জীবন মৃত্যু ও নিঃসঙ্গতা’ শীর্ষক সেমিনার, আলোচনা সভা, চিত্রা প্রকাশনীর নিবেদনায় ‘শূন্য গর্ভ কথামালা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও সংগীতানুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আবুল মনসুর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি, গল্পকার ও প্রাবন্ধিক জনাব খোরশেদ বাহার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সম্পাদক, প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক জনাব নান্টু রায় এবং চিত্রা প্রকাশনীর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সম্পাদক জনাব শাম্মী আকতার। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ কামরুজ্জামান। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সংগীত পরিবেশন করেন শিল্পী অনিমা রায়।