বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ০২ মার্চ ২০২২ বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব খোন্দকার মোস্তাফিজুর রহমান,এনডিসি মহোদয় এর সঞ্চালনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ম্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ‘বাঙালির মুক্তিদাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক বিশেষজ্ঞ বক্তৃতা ও সেমিনার ২০২২ আয়োজন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. অনুপম সেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ,এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মো: আবুল মনসুর মহোদয়। বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আয়োজনটির সভাপতির দ্বায়িত্ব পালন করেন ।