বাংলাদেশ জাতীয় জাদুঘরের শ্রুতিচিত্রণ শাখার দায়িত্ব ও কাজ হলো বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের উপর প্রামাণ্য চিত্র তৈরি করে জনসম্মুখে প্রদর্শন এবং জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, আলোচনা সভা ও নিদর্শনাদির অস্থায়ী প্রদর্শনী ভিডিও ক্যামেরায় ধারণ করা । দেশের প্রখ্যাত গুণীজনের মুখ থেকে কথ্য-ইতিহাস অডিও ও ভিডিওর মাধ্যমে রেকর্ড করে সংগ্রহ করা হয়। জাতীয় দিবসগুলোতে জাদুঘর আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা এবং সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতার চিত্র ধারণ করা হয়। এছাড়া কর্তৃপক্ষের নির্দেশে দেশী-বিদেশী সংস্থা, পন্ডিত ও সহযোগী সংস্থাকে শ্রুতিচিত্রণ যন্ত্রপাতি দিয়ে সহায়তা করা হয়। ফিল্ম লাইব্রেরীতে কথ্য ইতিহাস, সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্যাসেট, সিডি, ডিভিডি ও প্রামাণ্যচিত্র সংরক্ষণ করা হয়।