Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় জাদুঘর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ সেপ্টেম্বর ২০১৯

সংরক্ষণ রসায়নাগার বিভাগ

বাংলাদেশ জাতীয় জাদুঘরের সংরক্ষণ রসায়নাগার ১৯৭৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় জাদুঘরের কিউরেটরিয়াল বিভাগসমূহ থেকে সময়ে সময়ে প্রেরিত নিদর্শনের বৈজ্ঞানিকভাবে সংরক্ষণ ও পুনরানয়নের কাজ সম্পাদন করা এ বিভাগের মূল লক্ষ্য। এ বিভাগের সকল কর্মকর্তা সংরক্ষণ বিজ্ঞানের উপর উচ্চতর বৈদেশিক প্রশিক্ষণ প্রাপ্ত। সংরক্ষণ রসায়নাগার বিভাগ বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিদর্শন ছাড়াও এর শাখা জাদুঘরসমূহের নিদর্শন ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/ জাদুঘরের নিদর্শন সংরক্ষণ কাজে সহায়তা প্রদান করে থাকে। এ বিভাগ নিদর্শনের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে আর্দ্রতা, তাপমাত্রা, ক্ষতিকর আলোক রশ্মি, ক্ষতিকর কীটপতঙ্গ এবং বায়ুম-লীয় গ্যাস নিয়ন্ত্রণের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকে। সংরক্ষণ রসায়নাগার বিভাগ জাদুঘর কর্মীদের জন্য সংরক্ষণ এবং পুনরানয়নের উপর প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার এবং বক্তৃতার আয়োজন করে থাকে। তাছাড়া, বিভাগটি অন্যান্য জাদুঘর এবং এ সম্পর্কীয় প্রতিষ্ঠানের অনুরোধে নিদর্শনের সংরক্ষণ এবং পুনরানয়ন সংশ্লিষ্ট সংরক্ষণ জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশ জাতীয় জাদুঘরের সংরক্ষণ রসায়নাগার বিভাগ ১৯৯৪ সাল থেকে ‘The International Institute for Conservation of Historic and Artistic Works’ এর প্রাতিষ্ঠানিক সদস্য।