Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় জাদুঘর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ জানুয়ারি ২০২৫

সচরাচর জিজ্ঞাসা

 

১.       জাদুঘরের খোলা থাকার সময়সূচি কী?

          উত্তর : গ্যালারি পরিদর্শনের সময়সূচি

        বাংলাদেশ জাতীয় জাদুঘর ও নিয়ন্ত্রণাধীন শাখা জাদুঘরসমূহ  :

        সাধারণ সময়সূচি

        শনিবার-বুধবার: সকাল ১০.৩০-বিকাল ০৫.৩০ পর্যন্ত
        শুক্রবার: বিকাল ০৩.০০-রাত ৮.০০ পর্যন্ত 

        সাপ্তাহিক বন্ধ : বৃহস্পতিবার

        টিকিট বিক্রয়ের সময়সূচি

        শনিবার-বুধবার: সকাল ১০.৩০-বিকাল ০৫.০০ পর্যন্ত
        শুক্রবার: বিকাল ০৩.০০ - রাত ৭.০০ পর্যন্ত

২.       জাদুঘরের ভিতরে কি ব্যাগ নিয়ে প্রবেশ করা যায়? ব্যাগ নিয়ে প্রবেশ করা না গেলে ব্যাগ রাখার ব্যবস্থা কী?

          উত্তর :  না, প্রবেশ করা  যায় না। প্রবেশ গেটের ডান পাশে লাগেজ কাউন্টারে ব্যাগ রাখার ব্যবস্থা আছে।

৩.       জাদুঘরের টিকেটের মূল্য কত? 

        উত্তর : প্রবেশমূল্য

  • বাংলাদেশী নাগরিক: ৪০ টাকা
  • শিশু (০৩ – ১২ বছর) : ২০ টাকা
  • সার্কভুক্ত দেশের নাগরিক : ৩০০ টাকা
  • অন্যান্য দেশের নাগরিক: ৫০০ টাকা

৪.       জাদুঘরের বিশ্রাম ব্যবস্থা কোথায়? 

          উত্তর : জাদুঘরের তৃতীয় তলায় বিশ্রাম ব্যবস্থা আছে।

৫.       কীভাবে জাদুঘরে পৌঁছানো যায়?

          উত্তর: ঢাকা শহরের যেকোনো প্রান্ত থেকে বাস, রিকশা বা সিএনজি ব্যবহার করে শাহবাগ মোড়ে এসে সহজেই জাদুঘরে পৌঁছানো যায়।

৬.       জাদুঘরে ক্যান্টিন বা খাবারের ব্যবস্থা আছে কী?

          উত্তর : জাদুঘরের নিচ তলায় খাবার ও পানীয়ের জন্য একটি ক্যান্টিন রয়েছে।

৭.       জাদুঘরে কী কী প্রদর্শনী রয়েছে?

         উত্তর : এখানে প্রাগৈতিহাসিক নিদর্শন, মধ্যযুগীয় শিল্পকর্ম, মুদ্রা, পাণ্ডুলিপি, চিত্রকলা, ভাস্কর্য, মুক্তিযুদ্ধের স্মারক, নৃবৈজ্ঞানিক উপকরণ, এবং প্রাকৃতিক

                 ইতিহাসের নমুনা প্রদর্শিত হয়।

৮.       জাদুঘরে প্রবেশের মাধ্যমে কী কী বিশেষ সুবিধা পাওয়া যায়?

          উত্তর : গাইড ও তথ্যসেবা প্রদান, হুইল চেয়ার সেবা প্রদান, মাতৃদুগ্ধ পান কর্নার, শুভেচ্ছা-স্মারক বিপণন সেবা, প্রাথমিক চিকিৎসা-সেবা প্রদান, গ্রন্থাগার সেবা 

          প্রদান, ওয়াই-ফাই সুবিধা প্রদান, মোবাইল চার্জের ব্যবস্থা, বই পড়ার ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, লাগেজ কাউন্টার সুবিধা প্রদান ইত্যাদি।

৯.       জাদুঘরে স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জাদুঘর ভ্রমণের বিশেষ ব্যবস্থা আছে কী?

          উত্তর : হ্যাঁ, স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পূর্বানুমতি নিয়ে শিক্ষার্থীদের জন্য ফ্রিতে বিশেষ গাইডেড সেবাসহ ভ্রমণের আয়োজন করতে পারে।

১০.      জাদুঘরের ভেতরে কোনো স্যুভেনির শপ রয়েছে কী?

          উত্তর : হ্যাঁ, স্যুভেনির শপ রয়েছে যেখানে ঐতিহাসিক বই, চিত্রকর্ম, পোস্টকার্ড, এবং অন্যান্য সামগ্রী পাওয়া যায়।

১১.     নামাজের ব্যবস্থা আছে কী?

          উত্তর : হ্যাঁ, নিচ তলায় ক্যান্টিনের পাশে নামাজের সু-ব্যবস্থা আছে।

১২.     শিশু কর্ণার আছে কী?

          উত্তর : না। তবে কাজটি চলমান।