Wellcome to National Portal
  • Banner-3
  • 2024-08-21-09-06-102f74e0fcabf523f0004a457a5a1a00
  • 2024-08-21-09-21-4b8ec4c18d229e9cbb55f44302963235
  • 2024-08-21-09-41-2e3ce8d67cbeefb7f83e31fa4f4ff815
বাংলাদেশ জাতীয় জাদুঘর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ মার্চ ২০২৪

পল্লীকবি জসীম উদ্দীন জাদুঘর ও লোক সাংস্কৃতিক কেন্দ্র

2024-03-04-04-46-e5ebd80f993832d051e9a6c6674af4a0

পল্লীকবি জসীম উদ্দীন জাদুঘর ও লোক সাংস্কৃতিক কেন্দ্রটি ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর গ্রামে পল্লীকবি জসীম উদ্দীন এর বাড়ী সংলগ্ন কুমার নদ এর তীরে অবস্থিত। উক্ত প্রকল্পটির কাজ ২০০৬ সালে আরম্ভ হয়ে ২০১৪ সালে শেষ হয় এবং ফরিদপুর গণপূর্ত বিভাগ, ফরিদপুর কর্র্তক ১৬/১০/২০১৯ তারিখ আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন। পল্লীকবি জসীম উদ্দীন জাদুঘর ও লোক সাংস্কৃতিক কেন্দ্রটি মাননীয় প্রধানমন্ত্রী গত ২৯ মার্চ, ২০১৭ খ্রি: শুভউদ্বোধন ঘোষনা করেছেন। ০৯ ডিসেম্বর ২০১৭ সালে পরীক্ষা মুলক ভাবে দর্শকদের জন্য গ্যালারী খুলে দেয়া হয় যা অদ্যাবদি চলছে। জাদুঘরটি ০৪ (চার) একর জমির উপর নির্মিত। জাদুঘরে মোট ৪ টি ভবন রয়েছে। গ্যালারী ভবন, অফিস ভবন, লাইব্রেরি ভবন, ও ডরমেটরি ভবন। তাছাড়া পল্লীকবি জসীম উদ্দীন রচিত ও বিভিন্ন অনুষ্ঠান মালা আয়োজনের জন্য একটি উন্মুক্ত মঞ্চ রয়েছে। গ্যালারীতে প্রদর্শিত নিদর্শন সংখ্যা ১৬০ টি এবং ষ্টোরে রক্ষিত রয়েছে ৩৩ টি। এটি বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের অর্থায়নে পরিচালিত হচ্ছে। 

Web: www.kabijasimuddin.org.bd