বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগ সর্বসাধারণের জন্য অনানুষ্ঠানিক শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত। এ বিভাগ ০৭ (সাত) টি শাখার সমন্বয়ে গঠিত: শিক্ষা, গ্রন্থাগার, ডিসপ্লে, আলোকচিত্র, শ্রুতিচিত্রণ, প্রকাশনা ও মিলনায়তন শাখা।
শিক্ষা শাখা: শিক্ষা শাখা প্রদর্শক প্রভাষক সেবা, স্কুল শিক্ষা কার্যক্রম, বিশেষজ্ঞ বক্তৃতা, সেমিনারসহ বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত শিশু-কিশোরদের নানা প্রতিযোগিতা ও বছর ব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানমালার আয়োজন করে থাকে। জাদুঘরে আগত ছাত্র-ছাত্রী, সাধারণ দর্শক, দেশি-বিদেশি ও রাষ্ট্রীয় অতিথিবৃন্দকে জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা এই শাখার মাধ্যমে করা হয়ে থাকে। ভ্রাম্যমান প্রদর্শনীও শিক্ষা শাখা আয়োজন করে থাকে ।
ছাত্র/ছাত্রী পরিদর্শন ফরম (অনলাইনে আবেদন করার জন্য এখানে ক্লিক করুন)।
দর্শক সেবা