বাংলাদেশের প্রেক্ষাপটে শহীদ জননী জাহানারা ইমাম একজন উল্লেখযোগ্য ও আলোচিত মানুষদের মধ্যে অন্যতম। তিনি ছিলেন একাধারে শিক্ষাবিদ, লেখিকা, কথা সাহিত্যিক ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মহীয়সী নারী। একাত্তরের স্মৃতি কথা নিয়ে তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ “একাত্তরের দিনগুলি" দেশ জুড়ে পাঠক নন্দিত। জাহানারা ইমাম ও তাঁর ছেলে শহীদ রুমির স্মৃতি সংরক্ষণে ঢাকার এলিফ্যান্ট রোডে গড়ে তোলা হয় শহীদ জননী জাহানার ইমাম স্মৃতি জাদুঘর। একটি বড় গ্যালারি ও অফিস কক্ষের সমন্বয়ে স্বল্প পরিসরে তৈরি করা হয়েছে জাহানারা ইমাম জাদুঘরটি। ইমাম পরিবারের নানা স্মৃতি চিহ্ন ও ব্যবহার্য জিনিসপত্র সর্ব সাধারনের প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় ক্র্যাক প্লাটুনের সদস্য থাকা শহীদ জননীর ছেলে শফি ইমাম রুমির স্বাধীনতা অর্জনে অসামান্য অবদানের কথাও তুলে ধরা হয়েছে এই জাদুঘরে। বর্তমানে এটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি শাখা জাদুঘর।