১৯৮৩ সালে এনাম কমিটি কর্তৃক সুপারিশকৃত ৩৫৭টি পদ নিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতিষ্ঠানটির কাঠামো সরকার অনুমোদন করে। উক্ত কাঠামোতে প্রকল্প প্রণয়ন ও তত্ত্বাবধানের জন্য কোন সেল বা জনবল রাখা হয়নি। পরবর্তীতে বাংলাদেশ জাতীয় জাদুঘরের উন্নয়ন খাতের প্রকল্পগুলোর ডিপিপি,পিসিআর, বাস্তবায়ন ও পরিবিক্ষণ কার্যক্রমের জন্য উন্নয়ন ও পরিকল্পনা শাখাটি সৃষ্টি করা হয়। এ শাখার মাধ্যমে উন্নয়ন প্রকল্পের ডিপিপি প্রণয়ন, এডিপি/আরএডিপি প্রস্তাব প্রেরণ করা হয়।